গোপণে চলে যাও-আবার ফিরে আসো
অন্য প্রাণে অন্য রুপের ভঙ্গীতে,
সাজাতে সাজাতে মনের ভিতর
জন্ম তোমার ভাঙ্গা-গড়ার সঙ্গীতে।


কে জানে কখন দেবে ধরা-
গেলে হারিয়েই যাও ভাবের বনে
নিত্ত তৃষ্ণা মেটাতে মনের খরা
তোমাকে পাই না আমার করে
আ্ত্মার নির্জনে বিজন গহনে।


জানি সৃষ্টিতেই তুমি আছ কবির মনে
তবু অতৃপ্তির আধারে হারাই বারে বার
ভাবনার ভিড়ে তোমার আগমন,
ভাবের মালাখানি না হলে গাঁথা
ভাঙ্গা-গড়ার মাঝে কেমনে বুঝি
তোমার গড়ণ জন্ম লগণ।


কবির জীবন জুড়ে কবিতা তুমি
সর্বদাই অন্তরে-বাহিরে অন্তরীণ,
নিশিদিন জন্ম হলেও মৃত্যু নেই তোমার-
অচেনা-অজানা অন্তরে সদাই ঘটছে
শত শত কবির খাতা-কলমে
অথবা কম্পিউটারের বোতামে
তোমার অন্তহীন জন্মদিন।


শত রুপে সহস্র কবির ভাবনার বেদীতলে
কালজয়ী সৃষ্টির সম্ভারে হোক সে বিলীন  
তোমার মৃত্যুহীন জন্মদিন।