প্রেম নীরবেই আসে নিরালায়-
মন বলাকার পাখা মেলে
জীবনকে জাগিয়ে দিয়ে ছোটে-
অজানা আকাশের নিভৃত আঙ্গিনায়।
হৃদয়ের কথা যে বলতে জানে
চাইতে পারে হৃদয়ের পানে-
প্রেমের বাগানে ভালোবাসার ফুল
সেইই তুলতে পারে গানে গানে,
ভ্রমরের দ্বার অবারিত তার
কেন কাঁদে হৃদয় কার আহ্বানে
প্রাণের গুঞ্জনে নির্জন অভিসার।


আছে তার-ভালোবাসার অধিকার
প্রাণ যার হৃদয়ের কথা শোনে-
যেমন জোয়ার ছোটে চাঁদের পানে
প্রাণ কাঁদে দোসরের টানে,
অচেনার পরশে নূতন অভিমানে
মৃত্যু তুচ্ছ লাগে জীবন দানে।
প্রেম তখন তোমারই হবে সঙ্গী
প্রাণ যখন কাঁদে প্রেমের ফাঁদে -
জীবন-মৃত্যু দুজনায় হবে বন্দী,
চার চক্ষুর অশ্রু রবে নীরবে
প্রশ্নহীন জিজ্ঞাসা যাবে থেমে
তখনই প্রেম --- হবে আপনহারা
প্রাণকে হারিয়ে হৃদয়ের প্রেমে।
====   ======     ======