আয়-রে আয়- সুখের করে
কে আসবি-নিয়ে যাবি-
গভীর রাতে সূর্য্য ওঠা
আজব দেশের মাঠে
সোনার খাঁচায় রাখা
সুখের পৃথিবী।


জীবন আছে,মৃত্যু আছে
আছে হেথায় দুঃখ ভুরিভুরি-
সখের প্রাণ মরছে ঘুরে
দুঃখের জ্বালা সুখের করে
করছে নকল জীবন চুরি,
সুখের নামে হচ্ছে জীবন
পরবাসি দুঃখের উপজীবী-
আয়-রে আয়- সুখের করে
কে আসবি- নিয়ে যাবি-
সুখের পৃথিবী।


সুখ যে মনের তরুলতা
জীবন-ঢেউ-এ ভাঙ্গা-গড়া,
সুখ যে কেবল সখের কথা
শুধুই মনের ভাবুলতা-
ভাবিস কেন সুখই জীবন-সেরা!
পৃথিবী যে কর্মের মাঠ-
সুখ-দুঃখ তারই পথঘাট
নেইরে কোথাও সুখের খাঁচা
রাখবে সেথায় ওরে বেহিসাবি
আয়-রে আয়- সুখের করে
কে আসবি- নিয়ে যাবি-
সুখের পৃথিবী।