আপামর মানুষের জন্য
নেতাদের নিদ্রাহীন রাত্রি
অক্লান্ত পরিশ্রমে পথে-ঘাটে-সভায়
ঘাম ঝড়ানো বাগ্মিতার আহ্বানে
ভেঙ্গে যায় আমার দিবা-স্বপ্ন-
অগ্রাহয়ণের রাতে পাতলা কাঁথায়
বস্তা বস্তা প্রতিশ্রুতির নিঃশব্দ ক্ষোভ
জেগে ঘুমিয়ে আছে অতৃপ্ত আত্মার মতো।
প্রতিবাদ নয়-লজ্জায় লজ্জিত আমার দারিদ্র।।


বেচারা পেন্ডুলামের মতো দেশের অগ্রগতি
হোঁচট খাচ্ছে নিদারুণ সময় মেপে -
জোর করে খাওয়নো সত্তর বছর ধরে
কখনো বিপ্লব, আন্দোলন, অভিযানের ওষুধ।
চলছে ডাক্তারের হাত ফেরি-রাজ্যে রাজ্যে
শতাব্দী লাগতেও পারে দারিদ্রের আরোগ্যে।
প্রতিবাদ নয়-লজ্জায় লজ্জিত আমার দারিদ্র।।


পরশুরামের অস্থির মতো আমার দারিদ্র
ডাক্তারের হাতেই রয়ে ষেতে হবে মৃত্যু পর্য্যন্ত,
খোঁয়াড়ের কোলাহল হবে আইনসভায়,বিচারালয়ে
আইনের চোখে দুর্নিতির দূরবীণ
রোগ সারবে না কখনো-রোগী মুক্তি পাবে মৃত্যুতে!
প্রতিবাদ নয়-লজ্জায় লজ্জিত আমার দারিদ্র।।


না মরে বেঁচে আছি অনেক অস্থায়ি মৃত্যু নিয়ে
শুধু অপেক্ষা আসল মরণের জন্য,
কয়েক দশকের জমানো ভাষনের ইতিহাস
দারিদ্রকে বাঁচার ছাড়পত্র দেবে-আমার বিশ্বাস।
প্রতিবাদ নয়-লজ্জায় লজ্জিত আমার দারিদ্র।।