অঝোরে ঝরা অশ্রু মিথ্যে নয়
ভালোবাসা তারই সাজে-
প্রাণ যার কাঁদে অলোকে পুলকে
একাকী আনমনে আপনার মাঝে।
     ২
ভুল যে করেনা সে তো দেবতা-
মনের ভুলই যে সেই ঠিকানা,
সঠিক-বেঠিক আর কিছু নয়
থাকে সত্যের পিছে মিথ্যার নিশানা।
     ৩
দিনের আলো ফুরিয়ে এলো
সাজাও প্রভু সন্ধ্যা-রাতের তরী-
তুফান-ঘেরা মোর শেষ প্রনাম যেন
দেয় গো তব করূণার চরণ ভরি।
      ৪
মৃত্যু আছে ও আসবে জেনেও
মানুষ যেমন চায় বাঁচতে,
দুঃখ আছে জীবন ভোর
তবুও প্রেম চায় ভালোবাসতে।
  ৫
সবাই কবি নয়, কেউ কখনো হয়
লিখি সবাই-কেউ করি অভিমান,
বোধের মাঝে বিভেদ বলেই
কবিতায় এত প্রেমের অবদান।
     ৬
জীবনে যা পেয়েছ সুখে দুঃখে
সে শুধু তোমার-তোমারই পাওনা,
তাই নিয়ে চল বিশ্বমাঝে আপনমনে
পিছে ফেলে আসার কিছু চেওনা।
      ৭
হাত থেকে যা খসে গেছে
পা পিছলে পথে যা হারালে-
পেলেও পেতে পারো চেষ্টায়
কঠিন শ্রমের হাত বাড়ালে।
      ৮
আর পারি না-বলবে না কখনো
জীবনের অপর নাম যন্ত্রণা-
করিও কর্ম জীবনের ধর্ম
নয়ত কভু পাবে ঈশ্বরের করুণা।
      ৯
অনেক পায়শ্চিত্তের পরে জগতে
জন্ম নিয়ে হলে পুন্যবান-
জনম দিয়ে পুন্য কর জন্মভূমি
দেশপ্রেম হোক না প্রাণের গান।
১০
যাকে পারিনি ভালোবাসতে
সে কি শুধু ঘৃণা আর বেদনা,
নাকি জীবনের ফুটবে কোথাও
গোলাপ হয়ে সব হারানোর বঞ্চনা।
      ১১
জীবনে যা হোল না পাওয়া
শত চেষ্টাতেও এলোনা হাতে,
মৃত্যু এলেও ভয় যেন না করি
শত হারানোর ঘাত-প্রতিঘাতে।
      ১২
চাই না সভ্যতার রোশনাই
সুন্দরে ঢাকা ঘুণধরা ভালো.
মরমের চোখে থাকে যেন যুগ ধরে
অন্ধকারে মাখা জোনাকীর আলো।