সেদিন তোমার দেওয়া একটা গোলাপ
আজো আমার হৃদয় করে রেখেছে জয়।
দীর্ঘ কুড়ি বছর পরেও তার সুগন্ধ
পাপড়িতে পাপড়িতে ভালোবাসার ছন্দ
সারা প্রাণ জুড়ে রুক্ষ একাকী জীবন
এখনো বেঁচে আছে তাকে ছুঁয়ে আমরণ।


অন্তরের চোখে ভাসে সেই চেনা অধর
কানে বাজে সুমধুর  পরিচিত কণ্ঠস্বর ,
মনেই হয়না চলে গেছো অকালে
নীরব হাসিতে শুধু কিছু না বলে -
রেখে গেলে গোলাপের পাপড়িতে ঢাকা
তোমার দুরন্ত ভালোবাসার অভয়
মাত্র একটি গোলাপের শোভায়
আজো আমার হৃদয় করে রেখেছে জয়।


আমার চারপাশে সব আছে-আছে পূথিবী
প্রাণের চোখে দেখা রূপ-রস-গন্ধ
শুয়ে আছে তোমার গোলাপের পাশে
প্রেমের মালা হাতে প্রহরী প্রতিচ্ছবি-
আমার হৃদয়ের দরজা করেছে বন্ধ।
অন্তরে বুঝিতে পারি-হৃদয়ের পাশে অন্য হৃদয়
আমার প্রাণের সবখানা করেছে জয়-
মনেই হয়না-জগতে তুমি নেই-
আমার চারিধারে শুধুই অভয়
তুমি আছ পাশে-কিসের ভয় !
সেদিন তোমার দেওয়া একটা গোলাপ
আজো আমার হৃদয় করে রেখেছে জয়।


রিক্ত হৃদয়কে আপনার মাঝে খুঁজেছি যেই
পাশ ফিরে তোমার গোলাপখানি
দিয়েছে উত্তর - আমি তো আছি এই,
আপনার হৃদয় ভরে ওঠে মনের আয়নাতে
তোমাকে সদাই দেখি তাতে
মনেই হয়না-তুমি নেই জগতে।