বার বার এসেও কেন ফিরে যাও
ফিরে গিয়ে কেন বার বার পশ্চাতে তাকাও।
চোখের চাহনিতে কি জাদু রেখে গেলে !
কিছুই না বলে শুধু চুপি সারে চলে গেলে।।


সমুদ্রের ঢেউ হৃদয়ে চঞ্চল হয়ে বাজে
এ কি ভীষণ ভালোলাগা- মন লাগে না কাজে !
কোথায় সে হারিয়ে গেছে খুঁজি তারে আপন মাঝে
আকাশ নয় বাতাস নয় মনেতেই লজ্বা-মেঘের সাজে।


এখনো বুঝিনি কি দিয়ে গেলে কি নিলে?
এত নিঃস্ব কেন বাহিরে অন্তরে লাগে -
বলে তো যাও - কিবা নিতে কিবা দিতে
এসেছিলে অজান্তে-দিলে না জানতে
গোপনে রেখে গেলে কিসের অনুরাগে।


কি যে দিলাম, কিবা নিলে হৃদয় পায়নি ঠিকানা
কারণ-অকারণ জানা-অজানায় বিভোর,
সত্য-অসত্যের অন্তর গেল না জানা-
লুকোচুরির আকাশে রয়ে গেলাম হৃদয়-হারা হয়ে
কার কাছে হারালাম আপন অন্তরখানি
পড়ল না ধরা আমার হৃদয়ের চোর।