শিক্ষার প্রসব যন্ত্রণা


শিক্ষার স্নায়ুতে “হোক কলরব”
উন্মত্ত চারিধার শান্ত “কোলাহলে “,
রাজনীতির রাক্ষুষে-হাঁ র ঠিক মাঝখানে
আটকে থাকুক শিক্ষাব্রতীর অভিমান ।
অশ্বমেধ যজ্ঞের বহুমুখী বিস্শৃঙ্খল অভিযানে
শিক্ষা-দীক্ষা কফিনে শায়িত কয়েকটা যুগ,
তবু সম্মানে ভূষিত রাজনীতির রাজপথ-গলিতে
অচেনা সন্তানের ঐ শুনি আগমনের সম্ভাবনা!
শঙ্খধ্বনীতে মুখরিত স্বার্থবাদী বেদনা
শিক্ষার প্রসব যন্ত্রণা ।


অসার বস্তু অসাড়ে পড়ে আছে শিক্ষার অঙ্গণে
চামড়া মজ্জাহীন বিভৎস দেহের কঙ্কাল রূপ-
পোকায়-কাটা মস্তিষ্কের স্থবির আদেশ
রাজনীতির গীতিনাট্য অশ্রাব্য অহেতুক বেদনা ।
শিক্ষার ভিখারি আমি তোমার পদতলে
তবু শ্রবণের অপেক্ষায় ঐ অচেনার পদচারণা
সবাক অথবা নির্বাক দীক্ষায় কাতরতা মাতৃ-জঠরে
শিক্ষার প্রসব যন্ত্রণা ।


মঙ্গলকামী শিক্ষাকুলের হৃদয়-কম্পন
দুহাতে চেপে ধরে আপন বক্ষখানি -
আপন-ভুলের আগুনে
করি ভবিষ্যতের বন্দনা
ঘটুক “কলরব” আগমনী
শিক্ষার প্রসব যন্ত্রণা ।