অধিকার চাই, সজীব অধিকার,
শুধু আমারি একছত্র অধিকার।


অধিকারের মাত্রা মেপে
পারব না আর তোকে নিতে
হোক তাতে বিচ্ছেদ, বিদ্বেষ, হোক প্রানের সংকার।


হোক ঝঞ্ঝা,  হোক ঘূর্ণি
ঘাত প্রতিঘাত যত আসে সব ক্ষণেই করুক চুর্ণি।


মানিনাকো তবু তোর চমকিত চাওনি।
ঘৃণাভরে দেখি তোর হাসির ছাউনি।
নির্বিকায় নিশীথে অযাচিত অন্য প্রিয়তের প্রতি।


অধিকার ছেড়েছি তই অধিকার,
মিথ্যের মূর্ছতা যত মরিচিকা বিজড়িত স্বাধিকার।


ধরিনাকো তোর মিথ্যে অজুহাত
তুই বদ, নিতান্তই বদজ্জাত
মানিনা কোন পত্র,পল্লবে,কল্ললে ভ্রান্তির কোন সন্ধিক্ষণ,
হয় হোক  মরণ,
পশিবে প্রাণে বরন,
ডরেনাকো তব দিতে সম আত্ত্বিক বিসর্জনঘন বিদায় ও মণ।


আসুক জোছনা,ভাসুক শারদ আকাশে সাদা মেঘ,
না হয় তুমুল বেগে এলোকেশী আনুক বৈশাখীর বেগ।
নামুক গভীর প্রেমে উৎসুখ, বুকে নিয়ে ঝুপঝুপ নির্মল স্নিগ্ধতা
নয়ত জ্বালুক অগ্নি, করুক অক্ষত সারা  বিক্ষত পাশুক দগ্ধতা।
অধিকার নেই অধিকার
অধিকার ছেড়েছি তাই স্বাধিকার।