তুমি রিমঝিম কোনো রাগ গাও
মন না ভেজানো খুব চাপ!
তুমি টুপ টাপ সুরে ডাক দাও
ঘরছেরে আসি চুপচাপ৷


ফাঁকা পথঘাট, তুমি ঝরছ
দিগন্ত-জোড়া মঞ্চ
আমি দর্শক৷ যত ঝড়জল
আমার জন্য সঞ্চয়


করে রেখেছিলে অ্যাদ্দিন,
প্রাক্ মৌসুমী বর্ষন?
আজ কি সাহস! কত জেদ্দি!
সব ভাসানোর স্পর্শ!