একটা মৃত্যু হোক; স্নিগ্ধ কুয়াশার ফোঁটার মত
গাছে থাকা গোলাপের  কাঁটার আঘাতে মৃত্যু হোক-
অনন্ত অনাধি উড়ে যাওয়া গাঙচিলের পাখার মত ধবধবে সাদা মৃত্যু
"পশ্চিমে হেলেছে রবি - গোধূলি চমৎকার" শীর্ষক শান্তিময় মৃত্যু
তবু মৃত্যু হোক; বুকের তাজা অক্সিজেন ফুরাবার আগেই।।


জন্মাবধি যে চিল উড়ছে তার পাখা অসুন্দর লাগার কোন কারণ তো ছিলো না!
আমাদের "দ্বি-স্বত্তা" তত্ত্বের বিশদ গবেষণা গ্রন্থ প্রকাশ করার কথা-
আমরা টেরটি পাইনি দেখো আমরাই সে ল্যাবের গিনি পিগ!
আমরা এখন কাঁচি সিরিঞ্জের গুতোয় চেঁচিয়ে উঠছি-
"বিধাতা, মৃত্যু দাও! শান্ত, স্নিগ্ধ মৃত্যু। যেখানে বিষাদ নেই।"


সবকিছুর পরেও একটা মৃত্যু হোক-
শীতের রাজপথে কাঁপা নতুন মায়ের হাসির মত জীবন্ত
একটা মৃত্যু হোক,-
একটা হুতুম প্যাঁচার উড়ার মত নীরব।
একটা মৃত্যু হোক,
স্যাটানিজমের কালো অধ্যায় সিলেবাসে আসার আগেই।


মৃত্যু হোক- পাখির মত নীরবে নীড়ে ফেরা শান্তির মত।
মৃত্যু হোক- রাত্রির নৈঃশব্দের হাসির মত উজ্জ্বল।।