ভোর বিহানে দুইটা পাখি
কিচির মিচির সুরে,
আসলো উড়ে দূর থেকে ঐ
ফুড়–ৎ ফুড়–ৎ করে।
যিকির মুখে উড়ে উড়ে
খোঁজছে খাবার তারা,
খোদার উপর তাওয়াক্কুলে
মনটা তাদের ভরা।
রিযিক তাদের আনলো টেনে
খেজুর গাছের ডালে,
কাঁচাপাকা খাচ্ছে খেজুর
নাচানাচির তালে।


ও বাড়ির এক ছোট্ট খোকার
খেজুর বেজায় প্রিয়,
খেজুর তলে নিত্যদিনে
আসবে ছুটে- সবার আগে ম্রিয়।
ঝড়-বৃষ্টি ঘটুক যাহা
বাদ যাবে না তার আসা,
মনে হবে দিনের বেলা
খেজুর তলায় তার বাসা।
একটা দুইটা তিনটা খেজুর
পেলেই মুখে দিবে,
আবার কভু যতন করে
ঠোঙায় ভরে নিবে।