চারদিক থেকে ষড়যন্ত্রের জাল বুনেছে
                         বিষাক্ত মাকড়,
  সেই জালেই আটকা পরে রঙিন প্রজাপতি


     তারপর পরিণত হয় মাকড়ের মলে


বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাই অসময়ে প্রখর,
          
নিশ্বাসে আমি গ্রহণ করি ঘৃণার বিষবাষ্প


        রাতের আধারে নষ্টের খেলা চলে।


আমার স্নায়ু,রক্ত,সত্বা বাতাসে হয় বিলীন।


      কারণ এ জগতে মাকড়ের মল অকেজো,
                                    
                            মূল্যহীন।