আমাকে অবাঞ্ছিত করার আগে -
আমার ভাগের আকাশটুকু দাও,
চাদের গায়ে যতটুকু আমি করি অধিকার
দিয়ে দাও দিয়ে দাও...
আমার ঘামের জোয়ারে বয়ে আনা
পলিমাটির ভাগ দিতে হবে
আমার রক্তে শূচি হয়েছিল তোমার
সিংহাসন, ভুলেই গেছ কবে!!
হারিয়ে গিয়েছে আজ আমার নাম তোমাদের
খাতা থেকে
ছিন্ন করেছ সব বন্ধন ,মিথ্যা দোষের ভাগে
কলঙ্কিত আমায় দূরে রেখে
আমার পিতার ছিন্ন খুলিতে বসে থাকা
সফেদ কবুতর
উড়িয়ে তোমরা ডেকেছ আমায় চিরশান্তির
পথে
কলিজায় বহি শান্তিপ্রিয় হায়েনাদের
আচড়!!!!
আমি সব হারিয়েছি, একে একে জগৎ থেকে
হারিয়েছে সুখ দুঃখ,
যা ছিল আমার অনুভূতি সব নিজে থেকে আজ
হয়ে গেছে বাকরুদ্ধ।
তোমাদের রাণী শান্তির দেবী যেমন উদার
তেমনি মহৎপ্রাণ
আমার শিশুর রক্তে সেই রাণী সঙ্গম শেষে
শেষরাতে করে স্নান!
সারাবিশ্বের ধিক্কার শুনে, রাণী
তোমাদের অট্টহাসিতে লুটায়
রাজ্যে ছড়ানো জমাট রক্ত কাকে শকুনে
ঠুকরে ঠুকরে খায়
জীবপ্রেমী এই তোমাদের ভয়ে জীবন নিয়ে
ছুটি আপাত নির্জীব
ছুটি আর ভাবী মানুষের চেয়ে বহুগুণে ভাল
শ্বাপদ সরীসৃপ
এই ভয়ার্ত চেহারা দেখে ভয় পায় বিশ্ব
বিবেক, বিশ্বমানবতা
বিষ্ময়ে দেখে বিশ্ব তোমাদের অসংসারী
হৃদয়ে জমাট অহিংস হিংস্রতা
আমি অসহায় ,আমি বেদুঈন আমি আমি
তোমাদের দলের নই
আমার রক্তে গোসল করিয়ে আমার মাটিকে
পবিত্র করে দেখাও
আমার জাতিকে পারলে মুছে ফেলো এই
পৃথিবীর বুক থেকে
আমার কন্ঠে ধারালো কুঠারের কোপ দিও
শতবার
যতক্ষণ আছে শক্তি শরীরে
কন্ঠনালী ছিন্ন হবার আগে আমি করে যাব
চিৎকার
আমি রোহিঙ্গা!!
আমি রোহিঙ্গা! !!!!!!
মোঃওয়াহিদ আনোয়ার
২৪/১২/১৬ইং