আসলে আমি কিছুই লিখতে জানিনা,
কলমই আমায় লিখে রাখে খাতার পাতায়
অক্ষরবৃত্তহীন, ছন্দহীন, মাত্রাহীন,
এলোমেলো কিছু বর্ণকে পাশাপাশি বসিয়ে...


আমি খাতার পাতাগুলো ছিঁড়ে ছুড়ে ফেলি
বারবার জানলার বাইরে.....
কখনও আবার কুড়িয়ে আনি সযত্নে
মাথামুণ্ডু কিছুই খুঁজে পাই না


আমি কি তোমায় কোনকিছু বলতে পেরেছি কোন কালে,
কাগজে কলমে কিংবা কণ্ঠযানে চাপিয়ে?
মনে হয়না পেরেছি, কেননা
যেখানে আমার বলার কোন ভাষা জানা নেই
যেখানে সুখপাঠ্যতা খুঁজে ফেরা ব্যর্থ প্রয়াশ মাত্র
যেখানে শ্রুতিমাধুর্য আকাঙ্ক্ষা দিবাস্বপ্ন তুল্য।


জানি, আমি কোন কিছুই বলতে পারিনি আজও
তারপরও প্রতিদিন কলম আমায় হন্যে হয়ে খুঁজে....
আমি চোখ বুজে সহ্য করে যাই সবকিছু,
দুধ সাদা খাতার পাতারা নীলচে হয়ে ওঠে,
ঠোঁটের কোণে হাসি ফুটে বেরোয়, কলম তৃপ্ত হয়
আমি বোবা হয়ে চেয়ে থাকি,
অতঃপর আমার অক্ষমতা পড়ে থাকে টেবিলঘড়ির নীচে।


রচনা---- ১৯/১২/২০১৪ইং
© জুয়েল