কিছু অতীত মুছে ফেলবো বলে
ডায়েরি থেকে গেল হাজারটি বিকেল
ভাসিয়ে দিয়েছি আমি কাল
ঝমঝম বৃষ্টি ভেজা বরাকের বুকে
বুঝতে পারিনি, আজো
হৃদয়ে সুরক্ষিত হাজারেরও বেশি বর্ণমালাহীন ডায়েরি


শুধু পিছুটান এড়িয়ে চলার তাগিদে...


প্রেমিক কবির কবিতা অথবা
চিত্র শিল্পীর ক্যানভাসে জমে থাকেনা কেবল স্মৃতি
ভালবাসার জানলায় ভাঙা কাঁচের কপাট যখন
জোৎস্না স্নাত, পূর্ণিমা রাতে শোয়ে থাকো তুমি
চাদের আকাশ হয়ে, দূর থেকে বহুদূরে। তাই
মোনালিসার কান্না-হাসি কিনে নিতে পারো অনায়াসে।
মৃত কঙ্কালের জন্য আর চেপে রেখোনা সোহাগ,
অনুভূতিরা থাক স্পর্শের সীমানায়। তারপরও
তুমি স্রোত হতে পারো, আকাশও হতে পারো...


অতঃপর সব দৃষ্টিদোষ কাটতে জানেনা কোম চশমাই।
----------------------
১৩|০৬|২০১৫
©জুয়েল