গল্প শুরু তোমায় দিয়ে
তোমায় নিয়েই শেষ।
তুমি আমার রাত গহীনে
আঁধো আলো, আঁধো মায়ায়
স্বপ্ন ধাঁধায় মূর্ত অনিমেষ।


প্রথম দেখায় সেই যে শুরু
কাজল আঁখির জোড়া ভুরু
রাখলে চোখে চোখ।
কাটল প্রহর ঘুরল বছর
বাক্যবিহীন, চাঁদনি পশর
চাতক পাখির দৃষ্টি অপলক।


মন দিয়েছি মনের অজান্তে।
সত্যি করে বলতে পারো?
তুমি আমার কে?
ধরতে গেলে পাই নে কাছে,
উথাল পাথাল মনের মাঝে
তোমায় ভেবে মরতে পারি,
তুমি আমার এমনই এক সে।


হঠাৎ করে যেমন শুরু
হঠাৎ করেই শেষ।
চন্দ্রাহতের ভীষন কালোয়,
রাত ফুরোলেও ভোরের আলোয়,
শিশির লাজে, পাচ্ছি নেশার রেশ।