বাস্তবতার ব্যবচ্ছেদ নিদারুণ কষ্টের অঙ্কুরোদ্গম
ফেলে আসা অতীত আর এই দূরত্ব -
জলের তলে হাঙ্গরের শিকার শিকার খেলা।
শতবর্ষী বনসাইয়ের অপেক্ষার আক্ষেপ বুঝো না,
বুঝো - ড্রইং রুমের সৌন্দর্যবর্ধন।


মানব আত্নার প্রেম নহে তা মিছে,
যদি বা হয় তা মানবের তরে-
কেন লুটিছ তারে লালসার নামে?
কামনার বানে মাড়িছো আপনারে-
হে পথিক, ক্লান্ত কি তুমি
করিছো কি মিছে এ অনুনয়ে।

মস্তিষ্কের শিরা উপশিরায়
বনধ ডেকেছে লোহিত কণিকারূপে -
পাষাণভেদী মরুময় বালু চরে
কণ্টকময় ক্যাকটাস দেখেছো ,
বুকে জমা অমৃত দেখোনি কভু?


ভিক্ষারী দেখিছ পথের ধারে,
দেখিছো কি, ভুখা - নাঙ্গা বিধাতারে?
রুগ্ন মরিছে, নাকে ত্যানা চাপিয়ে সরিছ দূরে
সেবিলে না ক্যান তারে?
প্রেম কি তব শিকেয়তোলা ভোগের গোপাল,
নাকি তম গৃহে সযত্নে রাখা বেদ- কোরান - বাইবেল।

মজিলে মানব প্রেমে
দেখিবে ভালবাসা রে।
ফলিবে সোঁনা ঝরা ফল
পূর্ণতার আপন লীলাভূমি তল।