যে জন গেছে ভুলে, আমারে
   জানি না কেমন করে মনে পড়ে তারে?
      তবে কি আবার! ভালবাসা, ফিরতে চায়
         পরিত্যক্ত এ হৃদয় নগরে, ডুবে ছিল যা শূন্যতায়।


ভালবাসায় বড্ড ভয়, সব নিয়ে
   যায় সে হারিয়ে, একাকীত্ব যায় ছুঁয়ে।


চাঁদ, ফুল, পাখি সকলেই দুর দুর বহুদূর
  নিকোটিনে ফুসফুস ভাড়ী, মন ব্যথার সমুদ্দুর।      


আমার আবেগি মন, তুমি বড় বেশি হিসেবি
   আমার ছন্নছাড়া জীবন, তোমার সুখ পৃথিবী।


আমার চারিপাশ অন্ধকারে নিমজ্জিত,
    আলো সুদূরের বাত্তিঘর।
        আমার পালে উল্টো বাতাস অবিরত,
            তুমি ফেলেছ নিরাপদে নোঙর।        


হৃদয়ের লেনদেনে দেউলিয়া আমি,
   লভ্যাংশ সমস্তই তোমার ভাগে।
     ক্ষয়ে যাওয়া নক্ষত্র হয়নি আড়াল,
        স্বপ্ন ভাঙ্গার ভয়ে দুচোখ নিশি জাগে।


আজ কেন আবার তোমার ছোঁয়া অনুভবে
   তবে কি তুমি নেই সুখে? কাঁদছো কি খুব নীরবে।
     যে কারণে আমায় ভোলা, সে-ও কি তোমার মতন?
       সুখ বিলাসী তোমায় ছেড়ে, সুখ নিমিত্তে অন্য ভুবন।


তুমিও তবে আমার মতন, একলা একা দুঃখ যাপন
   সমান্তরালে চলছে জীবন, কষ্টগুলো খুব যে আপন।
      আর আমার দীর্ঘশ্বাস, তোমার সব হারানোর শোক...