তুমি হয়তো চেয়েছিলে হারিয়ে যাই আমি দূরে, আড়ালে
স্বপ্নের মতো করে সাজানো বাসর শূন্য পড়ে, তুমি ভিন্ন
ভিন্ন আমিও, ঠিকানা আমার নিজেরও অজানা।
ঠিকানা তারই প্রয়োজন, যে ঘরে ফিরে ফেরার মায়ায়
আমার মায়া নেই, থাকবেই বা কেমন করে? জড় বস্তু অচল
আমাতে যা অবশিষ্ট সেটা মায়া নয়, অল্প বিস্তর যন্ত্রণা আর
বুক ভরা ঘৃণা নিজের উপর বাকিটা, অস্তিত্ব বিলীন করে তোমাতে
ভালবাসলে নিজের বলতে কিছু থাকে না বা থাকতে নেই,
আমারও নেই, কারণ আমার ভালোবাসা মিথ্যে নয়,
তোমার তেমন ছিল না।
কেননা তুমি তো পরিপূর্ণ, কিসে তোমার অভাব? জানি নেই
সুখের কথা তোমার, জানিনে আমি, কি করে হয় সুখী মানুষ?
সুখ বিলিয়ে সুখী হতে হয়, তুমি ছিনিয়ে নিয়েছ, রিক্ত আমি
অভিশাপ! কখনোই দিইনি, ভালবেসে শুধু দিয়েছি, বিনিময়ে
যা পেয়েছি, সত্যি আমি তা চাইনি। অবহেলা, অযত্ন আর ছলনা
তুমি হও রাণী
তোমার চাওয়ার রাজ্যে
আমি নির্বাসিত
আমার সীমানা জুড়ে ।
তোমার আকাশ নীল
আমার বুকে
কেবলই কালবৈশাখী অবিরত।
নই আমি পরাজিত তারপরও
কারণ ছলনা করিনি আমি, ভালবাসা সবই
যা এখনো বিদ্যমান শূন্য বৃক্ষ ভিটায়। আর
তোমার চোখ লুকাতে হয় আরশিতে
নিজের কাছেই নিজের,
সব পেয়েও হয়েছে তোমার পরাজয়।