যখন রাত রূপালী, জোছনায় দেয় শিস, কানের গভীরে
ভালবাসায় জড়িয়ে রয় ভালবাসা উষ্ণতার আবিরে।
ভালবাসা হারায় গভীরে, আরো গভীরে
ডুব দেয় অমৃত আহরণে।
আর আমি চাই! স্বীকার করে আসা,
চির সত্য "মৃত্যু" জড়িয়ে নেক আমায় গভীর আলিঙ্গনে।
ভালবাসার রং আর বেদনার রং, দুই'ই এক "নীল"
আমি "নীল"ই বেছে নিলাম,
বেদনায় আর আমায় যে অনেক মিল।
জোছনার জলে নয়, নিকষ কালো আমাবস্যায়
হে যমদূত! আমি তোমার অপেক্ষায়,
আমায় জড়িয়ে নাও শীতল উষ্ণতায়,
আমি ঘুমাই ঘুম অনন্তকালের যাত্রায়....
"নীল" শুধু থাক কেবলই ভালবাসায়।।
হয়তো আমি থাকব হাসনাহেনার শুভ্রতায়,
নয়তো বা জড়ে গিয়ে, শিউলি'র মালা হয়ে
কারো ভিজে খোঁপায়, আদরে কিংবা অবেলায়।