মাতাল ঝড়ে যে পাখির ভেঙ্গেছে ডানা
সেই পাখিই আজ আবার খুজে ফিরে পুরনো সে ঠিকানা ।
যদিও জানি সে ঠিকানা আর ফিরে পাবার নয় ।
তবুও নতুন করে খুজে ফেরা,
তবুও নতুন আশায় বুক বাধা,
তবুও নতুন করে পথ চলা ।
যদিও সেই ঠিকানা ফিরে পায়
আজ আর আছে কি সেই সব সত্ত্বা ?
আছে কি সেই সব ছোয়া ?
আছে কি আর সেই কোলাহল ?
সবই আজ এখন নীরবতা,
সবই আজ এখন নির্জনতা,
সবই আজ এখন বিষণ্নতা ।
কেবলই সব শূন্যতা
কেবলই একাকীত্ব
বেদনায় সব আজ নীল
যা কিছু ছিল একদিন স্বপ্নীল ।