জানি না কি যাদু আছে গো তোমার ঐ আঁখিতে?
কেন যে আমি পারি না পারি না দুরে থাকিতে ।
মরি গো আমি মরি আমি
ডেকো না তুমি আর কাছে আসিতে ।
জানি না কি যাদু আছে গো তোমার ঐ আঁখিতে?


মাতালও হাওয়া আমারও মনের বাগানে
সহে না যাতনা বিরহ জ্বালা আর এই পরাণে ।
ঘরের বাহির করো না আমায়
পরি গো পরি তোমার পায়েতে ।
জানি না কি যাদু আছে গো তোমার ঐ আঁখিতে?


দুরে ছিলে সেওতো ভালো
কেন যে তুমি ওগো কাছে এলে ?
হৃদয়ে মোর প্রেমও পিপাসা জাগিয়ে দিলে ।
এ যে বিনে সূতার মালা, পারি না ছিড়িতে ।
জানি না কি যাদু আছে গো তোমার ঐ আঁখিতে?