শ্নাশানের নীরবতা আমার অস্তিত্ব জুড়ে,
মরার মতন একলা একা বহুকাল ধরে।
শব আসে, প্রহর ফুরায় আবার নীরবতা দিন শেষে
প্রয়োজনে কাছে আসে সকলই, না না নয় ভালবেসে।
আজও মেলেনি উত্তর, এ যেন হিসেব পৌনঃপুনিক
মৃত্যুর হিমশীতলায় কেউ একজন এসে আগুন জ্বালুক।
অনেক কিছুই অধরা, প্রয়োজন গুলোও ডুবেছে হতাশায়
আমার অংশে নেই আলো, রাখেননি বুঝি বাকি আধেক ঐ বিধাতায়।
শরতে নীল আকাশ, ভাঙে আমার হৃদয় অহর্নিশ খরস্রোতা নদী
পূর্ণ শশী কেমন? বিবর্ণ রংধনু? অশ্রু শূন্য চোখে নিথর পৃথিবী।
অমাবস্যায় নিজের হাতও অপরিচিত নিজেরই কাছে,
আমার ক্ষয়ে যাওয়া মন, শ্রাবণের কালো মেঘ সর্বদা আমার আকাশে।
ভালো নেই সে কথা নয়, তবে এই ভালো আমি চাই না,
আঁধারের হাতছানি, ডুবি নরকে বুক জুড়ে কেবলই বেদনা।
আর নেই আশা, শব আসুক শেষ হোক সব কিছু সৎকারে
আমিও ছাই ভৎস ঐ শবের মিছিলে সামিল কোন এক প্রহরে।