যদি আমি আর না ফিরে আসি  তোমার দরজায়,
ভেবে নিও ভুলে গেছে মন, হারিয়েছি আমি দূর অজানায়।
ফেরা যায় না এমন কিছু নয়, ফিরবে না মন ব্যর্থ আয়োজন
তার চেয়ে ভালো ভুলে যেও আমার অস্তিত্ব, যে ছিলাম আপন।
ভুলে যাও ভুলে যাও ভুলে থাকাই শ্রেয়, তাতে যন্ত্রণা কমে,
হৃদয় পোড়া, অশ্রু নদী,  ব্যথার পাহাড়  সবই স্পৃষ্ট, ধুর! ছাই এই প্রেমে।
হারানো এই আমি ঠিকানা বিহীন অচেনা,  বেগানা তোমার অন্দরে,
যাত্রা আমার নিরুদ্দেশে, ভাঙ্গা তরী মোর ভিড়বে কি কোনো বন্দরে?
ভুলে যেও আমার ছোঁয়া,  যে ছোঁয়া ছিল ভালবাসায় এবং উষ্ণতায়,
ভুলে যেও জ্যোৎস্না স্নান, ঘোর আমাবস্যা শেষে সহস্র কোটি বার, ভরা পূর্ণিমায়
ভুলে যেও  বকুলের মালা, শিউলি ফুল, জানালার কাছে হাসনাহেনার ঘ্রাণ,
ভুলে যেও প্রিয়তমা প্রিয়তম এই আমাকে, যে বেঁধেছিনু প্রাণে প্রাণ।
ভুলে যেও আঙুলের স্পর্শ, যার অনুভব গভীর হতে আরো গভীরে
সাথে আরো ভুলে যেও সকল চাওয়া পাওয়া  যা ছিলো ঐ অধরে।
একটু একটু করে ভুলে যেও  বহমান সময়ের সাথে সাথে
                        অতঃপর দীর্ঘশ্বাসে দিও ঘুম।