মহাজ্ঞানীদের লেখা কথার ভিড়ে
হারিয়ে গেলো পদতলে
কিছু উচ্ছিষ্টের শয়ন ঘরে
কে পাবে ফিরে হারানো গল্প
আর সেই আমার তোমার কথাগুলো।
বেলা গড়িয়ে মধ্যাহ্ন অপরাহ্ণের গল্প
শোনবার আশা নিয়ে বুক বাঁধতেই
কেন আবার সায়াহ্ন উঁকিঝুঁকি মারে বারে বারে।
তোমার নিয়ে লেখার নেই যে আমার সাধ্য
যা লেখার তুমিই তো রেখে গেছো লিখে,
তোমাদের মত আমি হয়নি এখনও কবি;
কারণ তোমার যদি হও রাজপ্রসাদ
তবে মানুষের পদদলিত হওয়া
পথের একটি মাত্র ধূলিকণা হওয়ার
সাধ্য আমার নেই।
আজ তোমাকে ঘিরে বসন্ত
আর সকালে জ্বলে ওঠা-উদ্ভাসিত দিপ্তজ্জ্বল সূর্য,
আমাকে ঘিরে ছিল শুধু
পড়ন্ত বেলার একলা সন্ধ্যা।