শুনেছ কথা, দাওনি দাম, কখনো করেছ অপমান;
তুমি খুঁজে দেখনি, ওগো দেখনি বারবিলাসিনীর প্রাণ।
আঁধারেতে তুমি দেখনি এখনও-
চক্ষু বুজে দিয়েছ যত গ্লানির বাণী,
আজ ম্লান হয়েছে, ধুলায় লুটিয়েছে বারবিলাসিনীর নাম।
কেউ কি চায়, বল কেউ কি চায়
আপন বস্ত্র ধুলায় থাকুক পড়ে ;
কখনো বা কিছু উচ্ছিষ্টের মাঝে !
সূর্য উঠলে চাঁদকে যায়না দেখা,
আজ কি তুমি সবই ভুলে গেলে ?
আপন রক্তকে বাঁচাতে-
ওগো, শেষ হল নিজের রক্তের কেনাবেচা।
কালো চোখে যাচ্ছি খুঁজে,
ওগো যাচ্ছি খুঁজে শুধু আলোর ভুবন।
বারব্রত করলে শুধু নারী, আর বস্ত্র হারালে বারবিলাসিনী !
পরের বস্ত্রে হারিয়েছে আজ তার কথা ;
কেউ কি ওগো দিয়েছ তারে দাম?
জেনে রেখো কয়লার মাঝে পাওয়া যায় হীরার নাম।