ছোট ছেলেটা আজ হাসতে জানে
গান গায় কখনো বা নাচে
কিন্তু তার দিকে কারোর নজর নেই কেন?
বাপ,মা হারা অনাথ বলে
না কি আমার বা তোমার মত নয়
আমরা হাটতে জানি,জানি অন্ধকারে পথ চলতে
সেকি এর কিছুই পারেনা।
আসলে ভাবলে মনে হয় আমরা পারি না
সে উলঙ্গ হয়ে ঘুরছে দ্বারে দ্বারে
সে কি চায় বা পাওনাটা তার ছিলো কি
সে আজও আমার উপহাসে ভরা
কল্পনা জাগানো শেষের দিনে উলঙ্গ ফকির।