পরিশ্রান্ত বেলা শেষের পথ-
চারিদিক স্তব্ধ,মানব আত্মার কলগান আর নেই।
সময় এর আবির্ভাব ক্ষণে-
পথের মত দেখছে স্বপ্ন পথ,
এ-কি নব দিগন্তের সূচনা,নাকি শেষ।
বল তুমি,হে নব দিগন্তের দূত
কোথা হতে নব যৌবন গমন করবে।
বন্ধুর,দুর্গম পথ পারি দেবে নব দিগন্তের যাত্রী,
অশুভ শক্তি বিলিন হবে কালের অতল গহবরে।
চঞ্চল তারুন্যে অমিত বেগে যাও তরুণ,
মহাকালকে হার মানিয়ে সেই দিশাহীন পথে।
অপেক্ষারত স্তম্ভিত আছে সর্বকাল জয়ী পথিক;
হে তরুণ,ধাবিত হও তাদের পানে,
যারা মৃত্যুকে ভয় পায় না-
তাহলেই একদিন দর্শন পাবে নব দিগন্তের সূচনার।