মনের মানুষ পেলাম না ভাই-
মনের ভেতরে শুধু আঁধার দেখতে পাই।
নিশীথকালে দেখা গেল যত মেঘের ঘনঘটা;
দেখি কাদম্বিনীর হাসির ছটা-
সুধাংশু লুকিয়ে গেল দামিনীর আড়ালে,
হৃদয়টা চমকে ওঠে সেই কালো ছায়া দাঁড়ালে।
জাগে হাহাকার, জীবন আঁধারে;
ক্ষপার জাগরণ কালো পেঁচার চিৎকারে।
ভেবে উঠলো বিষাদঘন সময়ের কালরাত্রি,
পাড় হল না অন্ধকারের যাত্রী।
অববুদ্ধ অন্ধতামস হৃদয় অন্তঃপুর,
কোথায় তামস্বিনী, কোথায় দীপ্তি নয় বহুদূর?
অবমর্ষ কালশুদ্ধির সময়-
অন্তরিন্দ্রিয় মনীষা মনোবেদনায় গায়।
তা জানে শুধু অন্ধকার নিস্তারি।
আঁধার মন্দিরে পড়ে কেঁদে ওঠে এক নারী,
আঁধারে আঁধারময় প্রদীপ জ্বালাবে পশ্বাচারী।