আজি সন্ধ্যাবেলা আমার চোখেতে ঘুম,  
কিন্তু তুমি কেন জেগে!
জ্বলন্তও ফুলকি হটাৎ গেছে নিভে আকাশের বুক থেকে;
মৃদু মৃদু সমীর এখনও বয়ে যাচ্ছে।
সেই বিরহ প্রভাত আমি চাইনা দেখতে-
যখন শোনা গিয়েছে বায়সের ডাক,
তুমি জাননা বুকটা বারংবার কেঁপে উঠেছিল।
সব প্রভা স্তিমিত আজ এই মন থেকে,
সেই ধূসর বর্ণের চোখটা এখনও
স্বপ্নে নাড়া দিয়ে কি যেন বলে।
আমি আজও কিছুই বুঝি না-
আজি সন্ধ্যাবেলা আমার চোখেতে ঘুম,  
কিন্তু তুমি কেন জেগে!