সেই ছবিতো নয়গো যাবে পাওয়া
যা ছিল এই প্রবীণ দিনের চাওয়া,
আমার হাসি তোমার ভালোবাসা
তাই নিয়েতো বুক ভরা যে আশা,
ছিল আমার অবিশ্রান্ত মনে আঁকা
দেয়ালটা যেন নিরব প্রেমেতে ফাঁকা;
মুখে হাত রেখে আমি বসে একা একা।


শুকনো ফুলেরা ভরিয়েছে প্রান্তর
মনে ভেসে উঠলে কেঁদে যায় অন্তর,
শুন্যতা ভরা তোমার ছবি নিয়ে
শুষ্ক কণ্ঠে সেই সেই গান যাবে গেয়ে;
নিরাশ প্রান্তরে রাঙ্গিয়ে দেবে ছবি
তোমার অঙ্গতে ছড়িয়ে পড়বে রবি,
ওগো সেই দিনটা আসবে কবে ভাবি।