আমার দেখা স্বপ্নের দেশ আমার বাংলাদেশ,
যার বুকেতে পদ্মা-মেঘনা করে অবিরত খেলা;
কত মাধুরী লুকিয়ে যার মুখে
সেই আমার বাংলা,
জ্যোস্না শোভিত চিরসবুজ বাংলাদেশ,
যার সান্নিধ্যে নিখিল জগতের মনে পরিপূর্ণ
ইন্দ্রজাল বুনছে রাতের জোনাকি;
নয়নভিরাম চেয়ে দেখি,
যার অন্তঃপুরে স্মৃতি বিজরিত লালনের গান
আর রবি ঠাকুরের দেখান এই সোনার বাংলা;
বাউলের বাবরি চুল আলপনা
এঁকেছে রাগিণী রঙের বাংলাদেশ,
রেকাব ভরা ফুলের মালা কিশোরী আর জননীর হাতে;
নূপুরের রুনুঝুনু সুর আর এক মনে দেখা
আমার স্বপ্নের সবুজ রাজধানী-
তুমি কি জান কে সে?
সে ছিল ধরণীর স্বর্গ,
চাঁদনী রাতে জেগে থাকা নারী,
বৈচিত্র্যময় সেতারার সুরে
অপলক নয়নে চেয়ে থাকা বাংলাদেশ।