নিরব হয়ে তোমার পাশে আমি
     বসলাম এসে ভীত চোখ নিয়ে,
ফাগুন মনে হঠাৎ দুরুদুরু
     করুণ হয়ে উঠল জানি ছেয়ে।
        নিভল দীপ শূন্য ঘরের কোণে,
          ক্ষণেকে সন্ধ্যা এলো প্রভাত বনে।
নয়ন দুটি ঢেকেছে আঁধারেতে
     বললে তুমি ‘কেন এত ভূমিকা;
মুছে দাও যত আলোর প্রদীপ
     এনে দাও মধ্যাহ্নের যবনিকা’।
        মাধুরী মাখানো রাঙা হাসি দেখি,
           নিচিহ্নতা আজ বুজেছে যে আঁখি।
অমাবস্যায় দীপাবলি ছড়াবে
     আলো, ওগো জ্বালবে তোমার মনে।
বললাম আমি, ‘জোনাকি জ্বেলেছে
     ক্ষণেকে আলো রিক্ত গানে গানে’।
         আঁধারেতে খেলল এবেলা হোলি,
            কেন তুমি আসলে-ওগো গোধূলি।