রাত্রি শেষের পথ
নিস্পলক চোখে তাকিয়ে তাকিয়ে
দেখি স্মৃতির অ্যালবাম।
চোখে ঘুম নেই
কেন তা জানার অভিপ্রায় কখনও ছিলনা,
কারন মনে হয় আমার সারাটা জীবন
যেন ঘুমের ভেতরে
স্বপ্নের মত যাচ্ছে কেটে।
মাঝে মাঝে অঙ্গে চিমটি দিয়ে দেখি
বাস্তব আর স্বপ্নের ভেতরের পার্থক্যটা।
আমি জাতিস্মর নই;
যদি হতাম তবে
ভূত ও বর্তমানকে নিয়ে
মাঝে মাঝে ভেবে দেখতাম
কেন পৃথিবীতে কি উদ্দেশ্যে
জন্ম হল আমার।
রাতের কবিতা নিশীথে
শেষ হওয়ার ভাল
সূর্য প্রাণের সমস্ত রশ্নি দিয়ে
উদ্ভাসিত প্রভাতের গান গেয়ে চলছে।
এই গানের আবেশে রাত্রির বুকে
ইতি টানলাম
শেষ রাত্রির কবিতার।