পড়ন্ত বেলায়
              অবহেলায়
খেলতে খেলতে শেষ হলো না খেলা,
হাসছে লুকিয়ে লুকিয়ে
অনন্ত সাগরে হাতছানি দেখে।
তবু কেন করে অবহেলা;
এই প্রভাতের বেলা
                      শুধু একলা।
তার গাড়ি চলে
                      মনের বলে
প্রখর বুদ্ধি দীপ্ত নয়নে
প্রকৃতি করেনি অলস,
যতই ভাবুক মানুষ প্রতিবন্ধিতাকে
থাকে সে চিন্তার স্বপ্নে
এই বিধ্বস্ত দিনে
                        একাকী মনে
কান্নায় হাসে
হাসিতে হাসে
গিরি পেরিয়ে, সূর্যের তেজ ছারিয়া পড়ে
                        এই বিশ্বের চিন্তায়
নিমগ্ন হয়েও আজ সে অবহেলিত;
তবু করেছে যেন সন্ধি
মানুষের কারাগারে বন্দি
                        প্রতিবন্ধি।