তোমার সময় নয়গো হল সাঙ্গ-
আমার দ্বার রুদ্ধ তোমার জন্য;
তাই তো আমার যাবার বেলা
তোমাকে করলাম অবহেলা
তাই বলে কি ভুলবে প্রিয় আমায়।
দেউটি আমি হাতে নিয়ে
প্রদোষকালকে হার মানিয়ে
জ্বালব শিখা দ্বারে দ্বারে,
ওগো আমি নয়গো শুধু তোমার।


রেকাব হাতে বিশ্বজনীন
ছড়াব ফুল বিশ্ব দ্বারে;
বিশ্বজোড়া মন্ত্র দিয়ে
প্রাণ উচ্ছ্বল গানটি গেয়ে,
দিকে দিকে নিভৃত সুরে
যারে পাব সামনে যারে
রাগিণী রসের ধারা দিয়ে
জ্বালব শিখা দ্বারে দ্বারে,
ওগো আমি হলাম আজি সবার।