আরও একটা ছন্নছাড়া জীবন দিও- আরও এক
এক পশলা বৃষ্টি এসে থমকে দাঁড়াক;
কপাল গড়িয়ে জল নমিত চোখে মুক্তো ধরা দিক,
হেসে ছিটকে পড়বে আহ্লাদ- অধিক।
মাঝে অনেক কথা, উপেক্ষা ভিজে পাতায় ছাপ রেখে যা
আরও চলা, না বলা- পাথেয়
ফেলে যাবে আমাকেও।


আরও একটা ছন্নছাড়া জীবন দিও- আরও এক  
প্রেম অপ্রেম দিগন্ত না হোক শীলগুঁড়ি বাঁক।
যার মাঝে আমি তুমি সমীকরণ, ভূল ব্যাকরণ ওমুক- তুসুক
যে পথে আড়মোড়া ভেঙ্গে সকাল দেয় শিশিরে চুমুক;
যে পথে আমি ছেড়ে যাই আবার আমায়।