আলোচনার আসরে যদিও মাঝে মধ্যে বেশ মূল্যবান লেখা আসে কিন্তু সেই সরগরম ভাবটি যেনো আর নেই, তাই ইচ্ছে হচ্ছিল এই শারদীয়া উৎসব এর ছুটির আমেজে কবিতা লেখার পাশাপাশি সকলের সাথে এই আলোচনার পাতায় মত বিনিময়ের একটা ব্যবস্থা করা যায় কি না । যদিও এই মতামত আমার সম্পুর্ণ ব্যক্তিগত ।
প্রস্তাব :- যদিও আমার পি ডি এফ বই করার তেমন কোন অভিজ্ঞতা বা দক্ষতা নেই, তবুও চেষ্টা করে দেখতে পারি । এই শারদ উৎসবকে ঘিরে আগ্রহী কবিদের লেখা নিয়ে একটা ছোট্ট করে পি ডি এফ বই করা যেতে পারে তবে ভিন্ন আঙ্গিকে । যেমন - শুধু ছড়া বা শুধু শারদীয়া ইত্যাদি । আলোচনার কমেন্ট বক্সে কবিতা পোষ্ট হবে আর তা নিয়েই বই প্রকাশ করা অথবা দুটি লাইন দিয়ে দেওয়া হবে সেই লাইন ও বিষয় সহ ছন্দ ধারা অনুশারে কবিতা লেখা ইত্যাদি বিভিন্ন প্রস্তাবের মধ্যে কোন প্রস্তাব গ্রহন করা যায় ! একটু জানাবেন , এমনকি এই আয়োজন করা যায় কি না সে নিয়েও মতামত জানাবেন । যদি আলোচনাটি অপ্রাসঙ্গিক হয়, সে বিষয়েও বলবেন দয় করে । বিঃদ্রঃ - অংশগ্রহনের ইচ্ছে থাকলে বেশী দিন সময়ের প্রয়োজন হয় না, তাই এই নোটিফিকেশান দেরী হয়েছে বলে আমি মনে করি না । ৭ দিন সময় থাকবে ।
সংযোজন :- এক কবিতায় শারদীয়া, সকল কবির চারটি করে লাইন নিয়ে একটি আস্ত কবিতা হবে যাতে এই উতসবের সব দিক ফুটে উঠবে।