আমার বাড়ির বাড়ান্দার দক্ষিণ প্রান্তে
সাজানো গোছানো পাতা বাহারে ঘেরা
হাসনাহেনা, সন্ধামালতীদের ভীরে
আমার সযতনে বোনা গোলাপ চারা
যখন  ফুল্ললিত, সুভাষিত ;
বড় শখ  করে ছন্দাকারে
চার লাইনে মনের কথা ঝেরে
রঙিন গ্লাস পেপারের মোড়কে মোড়ে
তোমার দুয়ারে পাঠালাম।
তুমি অবজ্ঞা ভরে ভ্রুকুঞ্চিত করে
ঘৃনার সরে - প্রত্যাখ্যান করলে ;
এক বুক হতাশা নিয়ে বাগিচায় শোয়ে
টুনটুনি দম্পত্তির কথা শোন ছিলাম,
লোভ - লালসা  - প্রত্যাশা ছেড়ে
শুধু ভালবাসা ভালোবাসা
কি অদ্ভুতুড়ে!
টান টান সেতারের তারে টুংটাং
যন্ত্রণার ঝঙ্কার,
এবার চাঁদের বুকে গোলাপের চাষ হবে
দেখি প্রত্যাখানের হিম্মত কার!