বন্দী জীবন বদ্ধ মনন
          অবরুদ্ধ চারিধার,
নিঃশব্দ রাতের দুঃস্বপ্ন
         আতঙ্কের চিৎকার,
পাতায় পাতায় শব্দে শব্দে
       দম্ভ জেদ অহংকার,
আকারে ইঙ্গিতে অগোচরে
        খুনোখুনির হুংকার,
অবিরাম অবিরত ম্লান
          শালীনতা ধিক্কার,
বাগীশ  বাঙ্ময়  নাট্যকার
          চিরায়ত শিক্ষার ,
অম্বরিষের অশ্রুতে ভাসে
            অভিনয় অপার,
পর্দায় পর্দায় শুধু হাসে
           অভিরাম সর্দার ।
ইশানী দিগন্ত আজ কাল
    বাতাসে অ্যাসিডের গন্ধ,
বৈশাখী দ্বারে খিল দিয়েছে
    আবর্জনার স্তূপে দুর্গন্ধ ।
সসত্ত্বা তটিনী ধীরে বয়
     বক্ষে লয়ে অভিশাপ,
আবার সুর্য আবার বর্ষা
     আরেকটা শিশু নিষ্পাপ ।