তোমার লেখা "বিধিলিপি" কবিতার সংলাপে
ডাষ্টবিনে শিশুর আর্তনাদের পটভূমিতে
একটা কুকুরের গোঙানি, দুটো বেড়াল ছানার
মায়াময় চাহনি, রেখেছিলে ; এঁকেছিলে এক
নষ্টা মায়ের নিদারূন রোদন কাহিনী ।
মধ্যিখানে নায়কের অন্তর্ধানে দুরাশয় যাপিত রজনীর
ক্লাইম্যাক্সের নেপথ্যে আমাকে রাখার ব্যর্থ চেষ্টাতে
আরো কিছু রং তুলির কারুকাজ,
প্রকৃতির কাছে আত্মসমর্পন সহ
চার-ছ' লাইন ব্যস্তি কথার ফুলঝুড়ি ;
অতঃপর মধুমিলন ।
পাঠক দর্পণে প্রথম দর্শনে বড় বেশী
ক্যাচাল জীবন পঞ্জী মনে হলেও ,
এ লিপি বড় সহজ সরল প্রাঞ্জল ছিল বটে
আমার কাছে, যখন খাতার পাতায়
আরেকটা জুতসই নাম খুঁজে পাচ্ছিলাম না,
অনিদ্র রজনীর চাঁদ তারা জোৎস্না জোনাকিদের ছেড়ে ।