পূজোর আগেই ঠিক করে রেখেছিলেম
বিসর্জনে বিসর্জিত হবে অনেক কিছু,
এই যেমন ধরুন,
রাগ-অভিমান-আবেগ-দেমাগ ইত্যাদি ইত্যাদি ।
তিথি যোগে না হলেও,  দুদিন পরে
মৃণ্ময়ীর পিছু ধরে পাঠিয়ে দিলেম ওদেরকে ;
কার্নিভাল বেয়ে শেষে পরল গিয়ে নদীর জলে
আমি ভাবলেম বেশ !
মন-মুখ-চোখ সব একাকার করে
স্বস্তির নিঃশ্বাস ফেলে ফিরে এলেম ঘরে ,
অবাক কাণ্ড ! সবাই দেখি আসছে আবার পিছু পিছু ধেয়ে !
পিছন ফিরে তাকাতেই, হাসছে সব খিলখিলিয়ে
সমস্বরে বলছে সবাই, "যাবে কোথায় ফেলে !
চক্রবৎ জল-মেঘ-বৃষ্টি-জল হে হে হে !"
খাতা জুড়ে পাতা ভরে অনেক কিছু লিখে
শিখে গেলাম নেই কিছু ফেলবার তরে,
প্রকৃতির সৃষ্টি বিণাশে আসে ঘুড়ে ফিরে
কর্ম-কৃষ্টি-সৃষ্টি-স্থিতি-লুপ্তি চক্রাকারে ।