জীবনের এই রং বাহারে
তোমার চুলের কালো রঙে
রাখবো ঢেকে দুঃখ যতো
বিস্মৃত সব স্মৃতির মতো ।


গোলাপী ঐ বাঁকা ঠোঁটে
সোহাগী রং আঁকা রবে
এক পাহাড়ের সবুজ মেখে
কৈশোর রাঙা প্রেম হবো ।


জীবনের এই রং বাহারে
নীল চোখের ঐ অতল তলে
ভাসিয়ে দেবো সুখের ডিঙা
ছন্নছাড়া মাঝির মতো ।


লাল কপোলের গোধুলী ক্ষণে
আকাশ ছুঁয়ে বালুকা বেলা'য়
বারে বারে লিখবো নাম
মুছে যেন যায় তরঙ্গ ধারায় ।


জীবনের এই রং বাহারে
(তোমার)দুধে আলতা দেহের রঙে
ডুবুরী হবো ডুব দেবো
আনবো কুড়িয়ে মণি মুক্তো ।


পাহাড়ের খাঁজে খাঁজে
মালভূমির ভাজে
পৃথিবীর ক্ষেত্রফল হ্রদ নদী বেয়ে
রঙে রঙে রাঙিয়ে রাখবো জীবন ।