ষোড়শ লোকসভা নির্বাচনের রেজাল্ট দেখে মনে হল, ভারতবাসী অনেক অনেক উন্নত হয়েছে , তারা এখন গনতন্ত্রের চাইতে ধনতন্ত্রের সংবিধানকে বেশী বেশী পছন্দ করতে শুরু করেছে , কোন ব্যক্তি কেন্দ্রিক নির্বাচনী পছন্দ সাম্রাজ্যবাদের আতুড়ঘর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সংবিধানের মত নয় কি ! মোদী কে নিয়ে আমার এই প্রাসঙ্গিকতা নয়, প্রসঙ্গ আমাদের নির্বাচনের ধারাকে নিয়ে আবার এভাবেও ভাবা যায়, বিকল্পের সন্ধানে কিছ ব্যতিক্রম করা যায় ।
১২৫ বছরের পুরোনো দল কংগ্রেসের ভরাডুবি দেখে মনে হয় যেন বামপন্থীদের মতো সেকুলার চিন্তা আর দু-নায়ে পা রেখে বেশীদুর এগোনো যাবে না, ভারতবাসী অনেক বেশী সচেতন আজকাল । হয় পাঁচতলা নয় গাছতলা , একটাকেই বেছে নিতে হবে তাদের ।