টিপ্ টিপ্ টিপ্ বৃষ্টি ঝরে
            কাঁদছে আকাশ অঝোরে,
শন্ শন্ শন্ ছন্দ করে
            বইছে বাতাস সজোড়ে,
আকাশ ভেঙ্গে দেয়ায় ডাকে
            চিলিক ঝিলিক আগুনে,
জল কিণারে দাদুর ডাকে
           ঘ্যাঙর ঘ্যাঙ কলতানে ।
ঘরের কোনে অলস মনে
           গান গাই গুন গুনিয়ে,
দমকা বায়ে আবেশ জাগে
           প্রান যায় প্রেম বিনয়ে,
উদাসী মন বৈরাগী ক্ষণ
           হারায় সুজন মৌ বনে,
বিজন বন ভজন ধন
           জুড়ায় পূরণ যৌবনে ।
মেঘের ভেলায় রামধনু
            রঙে রাঙায় কুঞ্জবন,
পল্লব ঝরায়  টুপ্ টাপ্
            সশব্দ শেষ প্রস্রবণ
মহুয়া বনে মাতাল ঘ্রাণে
            বর্ষা নামায় নীপবনে,
বিরহী মনে উছল প্রাণে
            ভরসা জাগায় মননে ।