লাবনীর উঠান বেয়ে রোদ চলে যায় রাস্তা ধরে
বহু দুরে পাহাড় সাগরে, লাবনী টের পায়নি এতটুকু ;
আবার যেদিন সাপের মতো আঁধার গুলো এঁকেবেঁকে
যাচ্ছিল তার ঘর ছেড়ে সেদিনও সে ঘুমুচ্ছিল অঘোরে,
একবার একদলা কালো মেঘ আকাশ ছেঁয়ে ঈশানে
আছড়ে আছড়ে পরছিল তার গোপাট ঘাটে,
হাসছিল সে আনমনে আপন সুখে সঙ্গোপনে,
বসন্তের পলাশ কোকিল ছন্নছাড়া এখন এই গ্রীষ্ম প্রখরে
বিন্দুমাত্র আঁচ পায়নি সে অভাব বোধের চিত্ত নিথরে ।