বাহারি নামের মোহ মহিমায়
এ কূল ছেড়ে ও কূল বহু কূল ঘুরে
স্রোতাস্বিনীর ভাটা প্রীতির অনুরূপ ধারায়
বিরক্ত বোধ করেও আরো কয়েক বার ঘুরে
এখন সুর্যাস্তের লাল আর খুঁজিনা
বিকেলের তপ্ত বালুচরের নদীতটে ।


সবুজের সমারোহ, ঘন জঙ্গল
পাথর কাটা জল, ঝর্ণার জলকেলি
পশু , পাখিদের কোলাহল বিচিত্র বৈচিত্রে
একাঙ্গ সমস্ত পাহাড় পৃথিবীর স্থলাংশ জুড়ে
কোল ঘেষে নিস্তব্ধ বেলা অবহেলায়
ক্যানভাসে রংধনুর ছয়লাপ হয়না -আঁকি বটে ।


নদীর প্রতিটি ঢেউ পাহাড়ের প্রতিটি খাঁজ
বড় চেনা লাগে যে কোন প্রান্তরে
পৃথিবীর অবসাদ বেলায় হাতের মুঠোর
নদী পাহাড় সমুদ্র কিংবা বিস্তীর্ণ সবুজে
গড়াগড়ি খেতে খেতে ভেসে উঠে -আঁখি পটে ।


তবুও ভাল লাগে - হাওয়া পরিবর্তন ।