যেমন করে সবর পাড়ার সব ছেলেরা
সস্তার রঙীন জামা পরে পুজোয় বেড়োয়,
মেয়েরা সব আলতা পায়ে বাঁধন টুটে
দল বেধে মন্ডপে যায় লিপষ্টিক ঠুঁটে,
উচ্ছাসে উল্লাসে হিল্লোলিত চারিদিক
কল্লোলিত ধারা হারায় দিকবিদিক্ ;


যেমন করে উপোষ পেটে মা - বাবা'রা
ঘরে থেকে শরৎ লুকায় ছন্দ হারা,
যেমন করে লক্ষকোটির হিসেব ফেলে
ভীড় জমায় ঐ হাজার টাকার প্যান্ডেলে,
রঙীন কাগজ রাশ টানে ডিজিটাল রোশনাই
পেট ভরে প্রসাদ খায় পুণ্যির দ্যোতনায়,
  
এমন করলে কেমন হয় এবার পুজোয় ;


মামার দেওয়া দামী পোষাকের নগদ 'টা
ওই সাগরে বিলিয়ে দিয়ে গর্বের কীর্তি টা
পকেটে পুরে বাবার দেয়া শার্ট টা গায়ে
পকেট খরচার পয়সাগুলো তৃপ্তির দায়ে
সবর পাড়ার সব কটা ছেলে মেয়ে নিয়ে
হারিয়ে যদি যাই হরষে দরাজ মনটা নিয়ে !