সকাল সন্ধ্যা স্নানের শেষে দু পেয়ালা গরম চা
ভাতের থালায় মুসুর ডাল থাকবে তিনবেলা
আসলে মানুষ যুক্তি নিতে গাল ভরা হাসি
ভাব গার্ম্ভীযে পান্ডিত্য সমাধান মিছামিছি
কাজের বেলা ঠন ঠনা ঠন হম্বিতম্বি সার
আড্ডায় বেলা যায় অভাবের সংসার
নিয়ম করে প্রতিদিন একটা কবিতা
অনলাইনে অথবা ডায়েরীর পাতা
কোন দিন যদি বা মতিভ্রম ঘটে
দু- চার প্যাগ যায় সুধা পেটে
কথার ফাকে ঘন্টার শেষে
বিড়ি সিগারের ভষ্ম মেশে
যায় কেটে সারা দিনটা
এই তো রোজ নামচা
সহজ দিনাতিপাত
এ অভিসম্পাত
অসহ্য কিন্তু
উপভোগ্য
নিষ্পাপ ।